রবিবার, ২০ নভেম্বর, ২০১১

সাতপাঁকে ক্রীতদাসী হবো না

শতরঞ্জিতে বসে সেতার বাজাবো না
সপ্তর্ষির ছায়াপথে স্বপ্নচারিনী হবো না
ঢোল-তবলায় মেঘের গর্জন হবো না
যার তরে সতীত্ব বিকবো, সে হীনা
লগ্নের সাতপাঁকে ক্রীতদাসী হবো না।।

পারস্যের মখমলে ভায়োলে মরূদ্যানের বিষাদ হবো না
পানশালায় ঘুঙ্গুরের রুমঝুমে বিনোদিনী হবো না
বেউড়ের গৃহে গৃহীনি হতে দ্বিধা করবো না।।

বাঁশের বীণায় সর্পিণী দোলায় দুলবো না
সরোদ কিন্নরে কিঙ্কিণী কিঙ্করী হবো না
দুর্দৈবের ব্যঞ্জন হবো না
যে জনে ফলবতী হবো, সে হীনা
বেনারসি সিঁদুরে বস্ত্রাবৃত হবো না।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন